mb

কমলগঞ্জে লোকালয়ে বেড়িয়ে আসা মায়া হরিণ আটক

1,336

মৌলবীবাজারের কমলগঞ্জে লোকালয়ে বেড়িয়ে আসা একটি মায়া হরিণকে আটক করেছেন গ্রামবাসী। পরে বনবিভাগ গ্রামবাসী হাত থেকে আটক মায়া হরিণকে উদ্ধার করে।

বৃহস্পতিবার সকালে লাউয়াছড়ার জানকি ছড়ায় হরিণটি অবমুক্ত করা হয়। ঘটনাটি বুধবার সন্ধ্যা উপজেলার কালেঙ্গা গ্রামে ঘটে।
জানা যায়, বুধবার সন্ধ্যা রহিমপুর ইউনিয়নের কালেঙ্গা গ্রামে লোকালয়ে বেড়িয়ে আসা একটি মায়া হরিণ দেখতে পেয়ে গ্রামবাসী হরিনটিকে ধরার জন্য ধাওয়া দিলে লন্ডনপ্রবাসী বাদশা মিয়ার বাড়িতে আশ্রয় নিলে সেখান থেকে গ্রামবাসী হরিণটি আটক করেন। খবর পেয়ে সন্ধ্যা ৭টায় মৌলভীবাজার প্রকৃতি ও বন্য প্রাণী সংরক্ষন বিভাগের রেঞ্জ কর্মকর্তা সুলহাস উদ্দিনসহ বনবিভাগের লোকজন লোহার খাঁচায় করে হরিণটিকে উদ্ধার করে নিয়ে আছেন লাউয়াছড়ায়।

 

 

10