mb

জীবননগরে মাদক ব্যবসায়ী আটক

371

আতিকুজ্জামান চঞ্চল জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধিঃ জীবননগর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে (১১ডিসেম্বর) রাতে জীবননগর উপজেলার খয়েরহুদা হাই স্কুল পাড়ার শাহাজালালের নিজ বাড়িথেকে ১৮০ বতল ফেনছিডিলসহ আটক করেছে জীবননগর থানা পুলিশ।

আটক মাদক ব্যাবসায়ী চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার খয়েরহুদা হাই স্কুল পাড়ার মৃত তারাচাঁদ সরদারের ছেলে শাহাজালাল (৪৫)।

জীবননগর থানার ওসি সাইফুল ইসলামের নিদেশে জীবননগর থানার এস আই নাহিরুল ইসলাম পিএস আই সেফাউল হাসান এ এস আই হাবিব এ এস আই নুর হোসেন সঙ্গীয় ফোর্সসহ শাহাজালাল (৪৫) ফেনসিডিল সহ মাদক ব্যবসায়ীদেরকে আটক করে।

new ads

আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে।

10