mb

উদয়ন ট্রেন দুর্ঘটনায় হবিগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সভাপতি নিহত

281

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মনবাড়িয়ার কসবার মন্দবাগে সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী উদয়ন ট্রেনের সাথে ঢাকাগামী তুর্ণানিশিথা ট্রেনের সংঘর্ষে নিহত হয়েছেন হবিগঞ্জ জেলা ছাত্রদলের সহ সভাপতি আলী মো. ইউসুফ নিহত হয়েছেন।

তিনি সিলেট থেকে ছেড়ে যাওয়া চট্টগ্রামগামী আন্ত:নগর ট্রেন উদয়ন এক্সপ্রেসের যাত্রী ছিলেন। ট্রেন দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনি নিহত হন।

আলী মো. ইউসুফ নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জি কে গউস।

new ads

উল্লেখ্য, ঢাকা-চট্টগ্রাম রেললাইনের ব্রাহ্মণবাড়িয়ার কসবার মন্দবাগ এলাকায় মঙ্গলবার ভোর রাত ৩ টার দিকে দুটি ট্রেনের সংঘর্ষে বহু হতাহতের ঘটনা ঘটে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত অন্তত ১৫ জন নিহতের খবর পাওয়া গেছে।

10