mb

সুনামগঞ্জের দিরাইয়ে ৫ বছরের শিশু তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন

1,288

সুনামগঞ্জের দিরাইয়ে ৫ বছরের শিশু তুহিন হত্যার বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে `মোহাম্মদ আহমেদ আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়` এর শিক্ষক-শিক্ষার্থীরা ।

বৃস্পতিবার সকাল ১১টায় স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত মানববন্ধনে শহীদুল ইসলাম সেজুল পরিচালনা করেন।

বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক আতিয়া তোজ-জোহরা। সহকারী শিক্ষক আমির উদ্দিন, তানজিমুল ইসলাম, তাহমিমা আক্তার, আমিনা বেগম, শাহ ইসমত আরা রব, আলফা বেগম, ফারজানা বেগম প্রমুখ।

new ads

মানববন্ধনে বক্তারা বলেন , একটি নিষ্পাপ শিশুর উপর এরকম পৈচাশিক হত্যাকান্ড অামাদের মানবিক মূল্যবোধের চরম অবক্ষয়কে প্রকাশ করে। একেরপর এক হত্যাকান্ডের বিচার বছরের পর বছর ঝুলে থাকায় হত্যার পরিমাণও বাড়ছে। তাই অবিলম্বে এই হত্যাকান্ডে জড়িতদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত ও সামাজিক মূল্যবোধসম্পন্ন মানুষ গড়ে তুলার অাহবান জানানো হয়।

10