mb

রাজু তানিয়ার বিয়ে সম্পূর্ন

425

মৌলভীবাজার সদর উপজেলার ১১নং মোস্তফাপুর ইউনিয়নের  উত্তর জগন্নাথপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ জাহিদ উদ্দিন,নোওগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা রওশনা আরা বেগম এর মেয়ে ও এডভোকেট মেশকাতুল ইসলাম এর ছোট বোন তানিয়ারা বেগম এর বিয়ে বালাগঞ্জ উপজেলার ফৈলনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সোনা বক্স এর ছেলে আমেরিকা প্রবাসী মো: বিলাল উদ্দিনের ছেলে আমেরিকা প্রবাসী (সিটিজেনশিপ) রাজু উদ্দিন এর সাথে বিবাহ সম্পূর্ন হয়েছে।
সোমবার (৭ অক্টোবর) শহরের শাদী মহল কমিনিউটি সেন্টারে এক প্রীতিভোজের মধ্যে দিয়ে এ বিয়ে সম্পূর্ন হয়।

বিয়েতে এডভোকেট,রাজনৈতিক নেতৃবিন্দ,সাংবাদিকসহ গণ্যমান্য  ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
new ads

 

10