mb

যুবলীগ নেতা সম্রাট কুমিল্লা থেকে গ্রেফতার

612

অবশেষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটকে কুমিল্লা থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

রবিবার (৬ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সারওয়ার বিন কাশেম।

new ads

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোর ৫টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট ও তার সহযোগী আরমানকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, যুবলীগের ওই প্রভাবশালী নেতাকে চলমান ক্যাসিনো-জুয়াবিরোধী অভিযানের শুরু থেকে নজরদারির মধ্যেই রাখা হয়েছিল।

10