mb

জীবননগরে ট্রাক ও ফেন্সিডিল সহো ব্যবসায়ী আটক ২

273

আতিকুজ্জামান চঞ্চল,জীবননগর( চুয়াডাঙ্গা) প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে সোমবার সকালে জীবননগর উপজেলার সন্তোষ পুর মোড় থেকে একটি ট্রাক ও ৪০০ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে জীবননগর থানা পুলিশ।

আটক মাদক ব্যাবসায়ী ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর থানার বলোহরপুর গ্রামের খোকনের ছেলে ইমন ড্রাইভার (৩২) ও হযরত আলীর ছেলে ফাইম(১৮)।

জীবননগর থানার ওসি (তদন্ত) ফেরদৌস ওয়াহিদ বলেন, জীবননগর থানার এস আই নাসিরুল ইসলাম এএস আই ইমামুল এ এস আই নুর হোসেন সঙ্গীয় ফোর্সসহ ইমন ড্রাইভার (৩২)ও ফাহিম (১৮) একটি ট্রাক ও ৪০০ বোতল ফেন্সিডিলসহ তাদের দু জন কে আটক করেছে।

new ads

আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে।

10