mb

জীবননগরে ফেন্সিডিল ব্যবসায়ী আটক ১

327

আতিকুজ্জামান চঞ্চল,জীবননগর( চুয়াডাঙ্গা) প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে সোমবার রাতে কোট পাড়া থেকে ১১৫ বোতল ফেন্সিডিলসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে জীবননগর থানা পুলিশ।

আটক মাদক ব্যাবসায়ী জীবননগর পৌর শহরের কোটপাড়া আঃ রহিমের ছেলে তোতা মিয়া (২৬)

জীবননগর থানার ওসি (তদন্ত) ফেরদৌস ওয়াহিদ বলেন, জীবননগর থানার এস আই নাসিরুল ইসলাম এস আই গাফফার এ এস আই মিলন সঙ্গীয় ফোর্সসহ তোতা মিয়া (২৬) ১১৫ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ীদের কে আটক করেছে।

new ads

আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে।

10