মৌলভীবাজার২৪ ডেস্কঃ বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট-পিআইবি’র আয়োজনে মৌলভীবাজার জেলার উপজেলা পর্যায়ের সাংবাদিকদের নিয়ে বুনিয়াদি প্রশিক্ষনের সমপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার রাজনগর ৩ আসনের সংসদ সদস্য ও ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নেছার আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলার পুলিশ সুপার ফারুক আহমেদ।
প্রেসক্লাব সাধারণ সম্পাদক পান্না দত্ত এর পরিচালনায় ও প্রেসক্লাবের সভাপতি এম এ সালাম এর সভাপতিত্বে সমাপন অনুষ্টান অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণটি ১৯ নভেম্বর থেকে ২১ নভেম্বর সকাল ৯টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত চলে । প্রশিক্ষক হিসেবে দ্বায়িত্ব পালন করেন, পিআইবি প্রতিবেদক জিলহাজ উদ্দিন নিপুর।
তিনদিনব্যাপী এ প্রশিক্ষণে বিভিন্ন উপজেলার ৩৫ জন সাংবাদিক অংশ নেন।