মৌলভীবাজার২৪ ডেস্কঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় নাজমা পারভীন মিনা (৫৫) এক নারীর মৃত্যু হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় উত্তর ভাড়াউড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।
নাজমা পারভীন মিনা উত্তর ভাড়াউড়া আবাসিক এলাকার বাসিন্দা।
শ্রীমঙ্গল থানা সূত্রে জানাযায়, নাজমা সন্ধ্যায় বাসার সামনে রাস্তায় হাঁট ছিলেন তখন পিছন দিক থেকে একটি মোটরসাইকেল এসে তাকে ধাক্কা দেয় দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস ছালেক মৌলভীবাজার টোয়েন্টিফোর ডটকমকে বিষয়টি নিশ্চিত করেন।