বিশেষ প্রতিনিধিঃ করোনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে মৌলভীবাজার জেলা পুলিশের উদ্যোগে মাক্স সপ্তাহ চালু হয়েছে। মাক্স সপ্তাহ উপলক্ষে ‘মাক্স পরুন সেবা নিন, করোনার দ্বিতীয় ঢেউ আটকে দিন’ ‘এই শীতে মাক্স পরিধান করি নিরাপদ থাকি’ ‘মাক্স পরতে হবে মাক্স না থাকলে প্রবেশ যাবে আটকে’ এই স্লোগান সামনে রেখে
বৃহস্পতিবার ২৬ নভেম্বর সকাল ১১টায় শ্রীমঙ্গল থানা প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে থানার সম্মুখে অস্থায়ী মাক্স মঞ্চে এসে শেষ হয়। এসময় করোনা মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির শ্রীমঙ্গল শাখার সভাপতি জহর তরফদারের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফুজ্জামান, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মনসূরুল হক, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ডা. হরিপদ রায়, শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক, উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রেমসাগর হাজরা, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশজ্যোতি চৌধুরী প্রমুখ। পরে বিভিন্ন যানবাহন ও দোকানপাটগুলোতে করোনা প্রতিরোধে জনসচেনতামূলক স্টিকার লাগানো হয়।
ওসি আব্দুছ ছালেক বলেন, জনগণকে মাক্স পরিধান করতে উদ্ধুত করতে জেলা পুলিশের উদ্যোগে জেলার বিভিন্ন স্থানে চেক পোষ্ট স্থাপন করা হবে, যাদের মাক্স থাকবে না তাদের মাক্স পড়ার শপথ করানো হবে, প্রাথমিকভাবে মাক্স সরবরাহ করা হবে, মাক্স ছাড়া প্রবেশ নিরুৎসাহিত করা হবে। পরবর্তীতে ক্রমান্বয়ে আরো কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।