মোঃ আলাল আহমদ : মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ কুয়েত করোনা ভাইরাস নিয়ন্ত্রণে প্রায় শত ভাগ সফলতা পথে। করোনা ভাইরাসে কারণে অর্থনৈতিক ভাবে বেশ ধাক্কা সামাল দিয়ে এগিয়ে যাচ্ছে। সংকট সমাধানে স্হানীয় নাগরিকদের পাশাপাশি অভিবাসীরা কাজ করে যাচ্ছেন।
এ দিকে গত মঙ্গলবার কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক টুইট বার্তা ও স্হানীয় ইংরেজি দৈনিক কুয়েত টাইমস জানিয়েছে. আগামী ১” ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর ২০২০ অর্থাৎ ১ মাসের জন্য অবৈধ অভিবাসীদের কুয়েতে বৈধ হওয়ার সুযোগের পাশাপাশি দেশ অবৈধদের জরিমানা প্রদান করে রেসিডেন্সি নবায়নযোগ্য,
এতে নিজ কপিল বা কোম্পানীর সাথে যোগাযোগ করতে বলা হয়েছে। নিদিষ্ট সয়য়ের ভিতরে কেউ নিজ ইচ্ছায় কুয়েত ত্যাগ করলে পুনরায় নতুন ভিসায় কুয়েত আসার সুযোগ পাবেন। যাহারা নিজ নিজ দেশে যেতে ব্যর্থ হবেন তাকে কঠোর আইনের সম্মুখীন হতে হবে,