mb

মৌলভীবাজারে নতুন করে ২৮ জন করোনা আক্রান্ত

2,190

মৌলভীবাজার২৪ ডেস্ক: মৌলভীবাজার জেলায়  আরও ২৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

বুধবার (২২ জুলাই) সকালে মৌলভীবাজারের সিভিল সার্জন অফিসের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদনে মৌলভীবাজারের করোনার সার্বিক পরিস্থিতি তুলে ধরা হয়েছে।

যাদের মধ্যে সদরে ৫ জন, রাজনগরে ১ জন, কুলাউড়ায় ৬ জন, বড়লেখায় ৩ জন, শ্রীমঙ্গলে ২ জন, জুড়ীতে ১ জন এবং  মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ১০ জন রয়েছেন।

new ads

নতুন ২৮ জনসহ মৌলভীবাজার জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৯৮ জনে। এর মধ্যে সদরে ৪৬ জন, রাজনগরে ৬১ জন, কুলাউড়ায় ১৩৪ জন, বড়লেখায় ৬৫ জন, কমলগঞ্জে ৮৯ জন, শ্রীমঙ্গলে ৯৩ জন, জুড়ীতে ৭৬ জন এবং মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের ৩৩৪ জন রয়েছেন।

জেলায় এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন মোট আক্রান্তের মধ্যে ৪৫৮ জন করোনা রোগী। আক্রান্তের মধ্যে মারা গেছেন ১০ জন কোভিড রোগী।

মৌলভীবাজার জেলায় এখন বর্তমানে ৮২ জন করোনা রোগী হাসপাতালে ভর্তি আছেন। জেলায় এখন পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে গেছেন ৩ হাজার ১৫২ জন। যাদের মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৩ হাজার ৫৫ জন।

10