mb

শ্রীমঙ্গলে মাদক- জুয়া ও চুরির অপরাধে মহিলাসহ আটক-৭

919

নিজস্ব প্রতিবেদক:  মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিভিন্ন অপরাধের অভিযোগে ৭জন আসামিকে আটক করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।

জানা যায়  বৃহস্পতিবার রাতে ও শুক্রবার ভোরে তাদের সবাইকে উপজেলার বিভিন্ন স্থান থেকে আটক করা হয়।

তাদের মধ্যে পাঁচ জনকে আটক করা হয় উপজেলার ভাড়াউড়া এলাকা থেকে জুয়া খেলা অবস্থায়।

new ads

তারা হলেন, ১.হাসান মিয়া ২. ওয়াহিদ মিয়া ৩. সঞ্জব আলী ৪. মিলন মিয়া এবং ৫. জুনেদ মিয়া। এছাড়াও চুরির অপরাধে শহরের বিরাহিমপুর এলাকা থেকে আলমগীর হোসেন ও ৫০০ গ্রাম গাঁজাসহ হেনা বেগম নামে এক মহিলাকে আটক করে পুলিশ।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে এসব আসামি আটক করা হয়।

তিনি বলেন জুয়া খেলা অবস্থায় ৫ জন, চুরির অপরাধে ১জন, ও মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অপরাধে একজন সহ মোট ৭জনকে আটক করা হয়েছে। তাদের সবার বিরুদ্ধে জুয়া, চুরি এবং মাদক আইনে আলাদা আলাদা মামলা রুজু করা হয়েছে। তাদের সবাইকে ইতিমধ্যে মৌলভীবাজার আদালতে পেরন করা হয়েছে

10