mb

মৌলভীবাজারে মানবতার কল্যাণে নিয়োজিত দুই যুবক

562

মৌলভীবাজার২৪ ডেস্কঃ  কোভিড -১৯ (সন্দেহভাজন বা নিশ্চিত) রোগে মৃত ব্যক্তির দাফন কাজে নিয়োজিত সেচ্ছাসেবক টিম তাকরীম ফাউন্ডেশন মৌলভীবাজার ও
ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশন মৌলভীবাজার।
ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশন বাংলাদেশ এর মৌলভীবাজার জেলা শাখার টিম প্রধান, মৌলভীবাজার অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের সহ-সভাপতি  এহসানুল হক জাকারিয়া ও
তাকরীম ফাউন্ডেশন মৌলভীবাজার এর টিম প্রধান সাইফুল ইসলাম সরকার। তাদের সংগঠনের প্রত্যেকজন সদস্য নিজ থেকে টিম প্রধানের নির্দেশনায় মৌলভীবাজার জেলার সাতটি থানায় করোনা ভাইরাসে মৃত যে কোনো ধর্মের লোকের জানাজা, দাফন, বা দাহ করতে সর্বদাই প্রস্তুত আছেন যার যার অবস্থানে আর ইতিপূর্বে দাফন ও দাহ করেছেন।

10